সব কিছু বদলে যাক এ দেশ 'ইসলাম থাকবেই'
বাংলা দেশের সব মানুষের নাম বদলাতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গপ সাগরের সব পানি যেতে পারে সুখেও,
গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গা
 ঢেউ..
সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি,
শিল্প পতিরা দেওলিয়া হয়ে খুজতে পারেন চাকরি,
চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্তির মর্যাদা,
আইনের ফাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা,
অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ,
দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ,
তাই বলে ইসলাম তো এ দেশ' হুজুগি হবেনা শেষ ' হুজুগি হবে না শেষ....
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে,
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে ছিনি মিনি খেলে এমন শক্তি নেই,
আর কিছু থাক না থাক এ দেশ' ইসলাম থাকবেই,
সব কিছু বদলে যাক এ দেশ ' ইসলাম থাকবেই।
ন্যাশনাল ইস্টুডিয়াম হতে তাজিগী ঢংগের ছিংঙ্গে,
ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কভু ফিংঙ্গে,
ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারে
শেন্টাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে,,,,
আইন পাস করে মাছের আৎড় হতে পারে সংসদ টাও,
যখন তখন যে কোন পখে যেতে পারে জন মতটাও,
নিতীর অভাবে রাজনীতি সব হয়ে বন্ধ,
মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দন্ধ,
রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আধ পিছু,
সম্ভবনার স্বদেশে আমার  হতে আধ পিছু,
শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবেনা নিচু,
কখনো হবেনা নিচু...
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে,
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে ছিনি মিনি খেলে এমন শক্তি নেই,
আর কিছু থাক না থাক "এ দেশ ইসলাম থাকবেই,
সব কিছু বদলে যাক "এ দেশ ইসলাম থাকবেই।(২বার)
আওয়ামীলীগের নেতা কর্মিরা বি,এন,পি, হতে পারে,
অবাক হবোনা বি,এন,পি, যদি নৌকায় ছিল মারে,
রাজপদ থেকে মুছে যেতে পারে গন্ত্যতের দাবি,
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি,
সার্থের হাত নাড়তেও পারে আইনের কল কাঠি,
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি,
ক্রাইফের সাথে হতে পারে ফের মিরজাফরের সন্ধি,
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌ কপাট বন্দী,
এই বীর দের মাটি বীর দের ঘাটি শহীদের বাংলায়,,,
জনতার ভোটে কিবা ভোট লুটে যেই জাত ক্ষমতায়,,,
নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়,
ইসলাম ভুলে যায়
  ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে,
 ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে,  ইসলাম নিয়ে ছিনি মিনি খেলে এমন শক্তি নেই,
আর কিছু থাক না থাক এ দেশ ইসলাম থাকবেই,
সব কিছু বদলে যাক এ দেশ ইসলাম থাকবেই,(৪বার)
ইসলাম ছিলো ইসলাম আছে ইসলাম থাকবেই।(৪বার)
  .. সমাপ্তি .. 
গজলটি ডাওনলোড করতে এইখানে ক্লিক করুন
যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করুন এবং সেয়ার করুন।
 


 
 
 
 IslamPriyos – Learn And  Share Everything About of Islam! And Increase Your Knowledge About Islam.Because We Are Muslime.
IslamPriyos – Learn And  Share Everything About of Islam! And Increase Your Knowledge About Islam.Because We Are Muslime.
No comments:
Post a Comment