Breaking

Tuesday, August 14, 2018

এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে - gojol

এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোটে
 শুনেরে লা'ইলাহা ইল্লাল্লার জিকির উঠে (২বার)
ঈমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে (২বার)
 সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে,

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশের পথে ঘাঠে,,, এ দেশের বাজার হাটে,,,
এ দেশে,এ দেশে, এ দেশে, এ দেশের গজ্ঞে গ্রামে খোদার নামের তছবিহ হাতে,
কত পীর আওলিয়াদের অস্ত্রু ঝরে গভির রাতে (২বার)

 এ দেশের সন্তানেরা মক্তবে যায়, কোরআন বুকে (২বার)

সে দেশে আল কোরআনের শাষন কায়েম করতে হবে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশের পরিবেশে,,,আজানের ধ্বনি মেশে,,,এ দেশে, এ দেশে,এ দেশে,
এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শুনে,কত প্রান ধুলায় পড়ে সেজদা করে খোদার শানে (২বার)

এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে
সে জমিন চাই চির দিন
 মুক্ত স্বাধিন আজাদ হবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
 এ দেশের জল্সস্থলে,,,এ দেশের বন ফসলে,,এ দেশে এ দেশে, 
এদেশের সবুজ মাটি সবুজ ঘাসের সবুজ বনে,,মদিনার সবুজ মিনার ঝলসে উঠে দুই নয়নে (২বার)

এ দেশের শিকড় তলয় দিল্লিতে বা ওয়াসিংটনে
এ দেশের শিকড় গামি ছড়িয়ে আছে দূর আরবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (৩বার)

No comments:

Post a Comment