আবু বকর (রাঃ) সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা
আবু বকর (রাঃ) সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা
প্রকাশক
মোঃরফিকুল ইসলাম
পিস পাবলিকেশন
আরবি প্রভাশক
হাজী মোঃ ইউসুফ
মেমোরিয়াল দারুল হাদিস মাদ্রাসা, সুরিটোলা,ঢাকা
সংক্ষিপ্ত বর্ণনাঃরাসুলুল্লাহ ( ﷺ ) এর পর এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন খুলাফায়ে রশিদীন (রাঃ) তাদের মধ্যে প্রথম খলীফা ছিলেন আবু বকর (রাঃ)। তাঁর জীবনী ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানবজাতির ইতিহাস আবু বকর (রাঃ) এর সম্মান, মর্যাদা, একনিষ্ঠতা, জিহাদ, এবং দাওয়াত এর এক চিরন্তন সাক্ষী। লেখক তার এই বইয়ে আবু বকর (রাঃ) এর জীবন, চরিত্র, মর্যাদা সহ এমন ১৫০ টি শিক্ষণীয় বিষয়ের উপর দলীলভিত্তিক আলোচনা করেছেন। বইটি একজন দায়ী, খতীব সহ সাধারণ পাঠক, উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, ও সর্বস্তরের জ্ঞানপিপাসুদের উপকারে আসবে বলে আমরা আশা করি।
ডাউনলোড করুন আবু বকর (রাঃ) সম্পর্কে ১৫০ ঘটনা
যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমারদেরকে জানাবেন।ধন্যবাদ :) 👍😉
Comment Down Below
#islampriyos.com
No comments:
Post a Comment