Breaking

Saturday, March 3, 2018

আহলে সুন্নাহ ওয়ালা জামা‘আত এর আকীদা - Ahle Sunnah Oyala Jmayat

আহলে সুন্নাহ ওয়ালা জামা‘আত এর আকীদা - Ahle Sunnah Oyala Jmayat


islamic book


সংক্ষিপ্ত বর্ণনা: আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা: পুস্তকাটিতে আল্লাহ্‌র তাওহীদ; ফেরেশতা, কিতাব, রাসূল, আখেরাত ও তাকদীরের উপর ঈমান আনার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়ালা জামা‘আতের আকীদা-বিশ্বাস বর্ণিত হয়েছে।
ভাষা: বাংলা
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদক : আবুল কালাম মুহাম্মাদ আব্দুর রশীদ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া


আকীদার অর্থ

আভিধানিক দিক থেকে আকীদাহ শব্দ টি উল্কলিত হয়েছে, আল-আকদু, আতাওসীকু, আল-ইহকামু, বা দৃঢ় করে বাঁধা বুঝানাের অর্থে।
পরিভাষায় আকীদাহ বলতে বুঝায়: এমন সন্দেহাতীত প্রত্যয় এবং দৃঢ় বিশ্বাসকে যাতে বিশ্বাসকারীর নিকট কোন সন্দেহের উদ্রেক করতে পারে না। | তাহলে ইসলামী আক্বীদা বলতে বুঝায় : মহান আল্লাহর উপর দৃঢ় ঈমান বিশ্বাস রাখা, অনিবার্য করণেই আল্লা হর একত্ববাদ ও তাঁর আনুগত্যকে মেনে নেওয়া এবং ফিরিশতা, আসমানী কিতাবসমুহ, সকল রাসূল, কিয়ামত দিবস, তাকদীদের ভালাে মন্দ, কুরআন হাদীসে বিশুদ্ধভাবে প্রমাণিত সকল গায়েবী বিষয় এবং যাবতীয় সংবাদ, অকাট্যভাবে প্রমাণিত সকল তত্বমূলক বা কর্মমূলক বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা।

পূর্বসুরী বা সালফে সালেহীন
সালফে সালেহীন বলতে বুঝায় প্রথম তিন সােনালী যুগের লোেকদের অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও আমাদের সম্মানিত হেদায়েত প্রাপ্ত ইমামগণ।
আর তাদের অনুসরণকারী এবং তাঁদের পথ অবলম্বনকারী প্রত্যেক ব্যক্তিকে তাঁদের প্রতি সম্বােধন করত সালাফী বলা হয়।



বইটি পড়তে ডাউনলোড করুন 

আহলে সুন্নাহ ওয়ালা জামা‘আত এর আকীদা

download


আহলে সুন্নাহ ওয়ালা জামা‘আত এর আকীদা মূলনীতি

download





No comments:

Post a Comment