একটি শিক্ষনিয় গল্প
কোথাও পানি পেলেন না..অতপর তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিলেন..তিনি হঠাৎ দেখতে পেলেন যে গাছটির নিচে তিনি বসেছিলেন সে গাছটি থেকে একফোটা একফোটা করে পানি পরতেছে..তিনি খুব দ্রুত একটি ছোট কাপের মতো পাত্র নিলেন এবং পানি সংগ্রহ করতে লাগলেন..যখন কাপের অর্ধেক পানি ভর্তি হয়..ঠিক তখনই একটি পাখি এসে কাপটি ফেলে দিলেন..এমন করে তিন বার মহিলাটি অর্ধেক করে পানি ভরলো এবং পাখিটি তিনবার ই ফেলে দিলো..মহিলাটি পাখিটির ওপর ভীষন রাগ করলো এবং একটি পাথর দিয়ে পাখিটি কে আঘাত করলো এবং সেখানেই পাখিটি মারা গেলো..কিছুক্ষন পর মহিলাটি দেখতে পেলো ঐ গাছের ওপর থেকে একটি সাপ নেমে আসতেছে...তখন মহিলাটি বুঝতে পারলো যে পানি তিনি সংগ্রহ করছিলো তা পানি ছিলোনা...তা বিষ ছিলো..পরে মহিলাটি পাখিটির জন্য খুব আফসোস করলো..এবং নিজের ভুল বুঝতে পারলো.. আমরা যখনই কোনো বিপদে থাকি মহান সৃষ্টি কর্তা আমাদের রক্ষা করার জন্য সর্বদা আমাদের পাশে থাকেন,,আমাদের মঙ্গল করার জন্য এখানে পাখিটি মাত্র ওছিলা ছিলো ঐগর্ভবতী মহিলাটির জীবন রক্ষা করারজন্য...সকল ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি..যে সৃষ্টিকর্তা আমাদের
জন্য এতো কিছুকরে ঐ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো আমাদের একান্তই উচিত..সকল কাজে ধৈর্য ধরতে হবে এবংসৃষ্টিকর্তার প্রতি সকল অবস্থাতেই শুকরিয়া করতে হবে......
আল্লাহ্
ReplyDelete