Breaking

Sunday, March 4, 2018

ইসলামী মুল আকীদার বিশ্লেষন - islami mul aquidar bisleshon

ইসলামী মুল আকীদার বিশ্লেষন — শায়খ মুহাম্মদ বিন সালেহ আল উসায়মিন




ইসলাম ধর্ম 

 ইসলাম সেই মহান ধর্ম বা সত্য ও সঠিক জীবন বিধান, যা সহকারে আল্লাহ তায়ালা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে রাহমাতাল লিল। আ’লামীন রূপে প্রেরণ করেন এবং আল্লাহ তায়ালা তদ্বারা পূর্ববর্তী সমস্ত ধর্ম রহিত করে দেন। এবং এরই মাধ্যমে বান্দাহদের উপর আল্লাহর নেয়ামতের চুড়ান্ত পরিপূর্ণতার ঘােষণা প্রদান করেন ও বিশ্বমানবতার জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনােনিত করেন। তিনি কারাে থেকে ইসলাম ছাড়া। অন্য কোন ধর্ম (জীবন-বিধান) কবুল করবেন না।

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

ماکان محد أبا أحد من رجالكم ولكن شول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما}

অর্থাৎ “মুহাম্মদ তােমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী”। 
(সূরা আহযাব, আয়াত-৪০)


বইটি পড়তে ডাউনলোড করুন 

 download

No comments:

Post a Comment