Breaking

Saturday, March 3, 2018

নবী সাঃ এর সংহ্মিপ্ত জীবনী । Nobijir Shongkhipto Jiboni

 নবী সাঃ এর সংহ্মিপ্ত জীবনী । Nobijir Shongkhipto Jiboni


নবী সাঃ এর সংহ্মিপ্ত জীবনী

মুর্তি পূজাই ছিল আরব দেশে প্রচলিত ধর্ম। সত্য ধর্মের পরিপন্থী এ ধরনের মূর্তিপূজাবাদ অবলম্বন করার কারণে তাদরে এ যুগকে আইয়্যামে জাহেলিয়াত তথা মুখতার যুগ বলা হয়। লাত, উয্যা, মানাত ও হুবল ছিল তাদের প্রসিদ্ধ উপাস্যগুলাের অন্যতম। আরবের কিছু লােক ইয়াহূদী বা খৃষ্টান ধর্ম বা অগ্নি পুজকদের ধর্ম গ্রহণ করেছিল। আবার স্বল্প সংখ্যক লােক ছিল যারা ইবরাহিম আলাইহিস সালাম এর প্রদর্শিত পথে ছিল অবিচল, আঁকড়ে ধরেছিল তাঁর আদর্শ। অর্থনৈতিক দিক দিয়ে বেদুঈনরা। সম্পূর্ণভাবে পশু সম্পদের উপর নির্ভর করত। আর নগরবাসীদের নিকট অর্থনৈতিক জীবনেরও ভিত্তি ছিল কৃষি কাজ ও ব্যবসাবাণিজ্য। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব দেশে মক্কাই ছিল বৃহত্তর বাণিজ্য নগরী। অন্যান্য বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও নাগরিক সভ্যতা ছিল। সামাজিক দিক দিয়ে যুলুম সবত্র বিরাজমান ছিল, সেখানে দুর্বলের ছিলনা কোন অধিকার। কন্যা সন্তানকে জীবদ্দশায় দাফন করা হতাে। মান-ইজ্জত ও সম্মানকে করা হতাে পদদলিত। সবল দুর্বলের অধিকার হরণ করতাে। বহুবিবাহ প্রথার কোন সীমা ছিল না। ব্যভিচার অবাধে চলতাে। নগন্য ও তুচ্চ কারণে যুদ্ধের অগ্নিশিখা জ্বলে উঠতাে। সংক্ষেপে বলতে গেলেইসলামের আবির্ভাবের পূর্বে আরব দ্বীপের সার্বিক পরিস্থিতি এ ধরনের ভয়াবহই ছিল।

ডাউনলোড করুন নবী সাঃ এর সংহ্মিপ্ত জীবনী


 download

No comments:

Post a Comment