( গজল )শ্রমিকের গান By মুহিব খান - Sromiker Gan
ওহো,♪♪,,,,,আমরা শ্রমিক' আমরা ঘাম বেচে খাই, আমরা জীবন করি পানি,(২বার)
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি,(৪বার) 
  পাথর মাড়াই মেশিন চালাই লোহার সাথে লড়ি,হাতুর মেরে শাবল গেড়ে ভাঙ্গি আবার গড়ি,(2বার)
কোদাল ধরি কুড়াল মারি ইটের ভাটায় জ্বলি, রিকসা চালাই সেলাই করি ঘাম গরমে গলি,(2বার)
আমরা কঠিন' করি কাজ রাত কি'বা দিন,যেন এক যন্ত ধাতক প্রানী..(2বার)
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি,(৪বার) 
আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা.. 
 হাড় ভাঙ্গা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কে'বা (2বার)
আমরা কত আঘাত ক্ষত মুখ বুঝে শোয়ে,
সভ্যতারই অগ্নি চিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে, (2বার)   
আমরা পাষান চিরকাল বন্চিত প্রান,
পাই লান্চনা আর গ্লানি...(2বার)
জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি (৪বার),
আমরা তো নই সবার মতই অন্য মানুষ বলে,
 তাই জীবনের দূঃখকে যাই শক্ত পায়ে দলে (2বার)
আমরা মোদের চাই অধিকার ঘাম সুখাবার  আগে 
আর আমাদের ভাগ করোনা সার্থবাদের ভাগে...(2বার)
আমরা এ'বার- জেগেছি বিক্ষোবে আর,
কতকাল থাকবো অভিমানী....(2বার)
ভিডিও গজল দেখুন
ভিডিও গজল ডাওনলোড করুন।
 

 
 
 
 IslamPriyos – Learn And  Share Everything About of Islam! And Increase Your Knowledge About Islam.Because We Are Muslime.
IslamPriyos – Learn And  Share Everything About of Islam! And Increase Your Knowledge About Islam.Because We Are Muslime.
No comments:
Post a Comment