Breaking

Tuesday, August 14, 2018

August 14, 2018

দেশ পরিচয় যদিও আমরা বাংলা দেশি সবাই -gojol

দেশ পরিচয় যদিও আমরা বাংলা দেশি সবাই
মুসলিম বলে আমাদের কোন সীমানাতো বাধা নাই (২বার)

বাধা ভয় হীন, মুক্ত স্বাধিন, আমরা মোসলমান,,যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান,,,ও,,,হো, ও (২বার)

আল্লার দেয়া ফরমান সেতো আমাদের কোরআন,মুসলিম মোরা মানুষের গড়া, মানিনা সংবিধান,,,(অত্যাচারের খোলা তলোয়ার গন হুশিয়ারি গন হূংকার) ২বার
রক্ত চক্ষু ফাশির লজ্জ,মোরা নাহি ভয় পাই,মোরা নাহি ভয় পাই (২বার)

মুসলিম বলে আমাদের কোন সীমানাতো  বাধা নাই, (২বার)

জিনো আব হামারা, হিন্দুস্হা হামারা, মুসলিম হামহো তানহে, ছারাজাহা মারা,,
তাওহিদ কি আমানত,হে ছিনোমে হামারে,
আছানিহী মিটানা, না মোনিসা মারা,

আমাদের মাঝে যদিও বা আছে, সহস্রাগতাগতার,,,একি তাকবিরে জেগে উঠি মোরা আল্লাহ আকবার,,,ও,,হো (২বার)

দেড় শত কোটি মুমিনের দিল, মিলে মিশে একাকার,,,বাধা নয় কোন সৈন্য বাহিনী রাষ্ট্র বা সরকার
পৃথিবীর যেথা কাদে মুসলিম, জেহাদি নাকারা বাজে দিংম দিংম,) বাধার প্রেচীর পেরিয়ে আমরা সেখানেই ছুটে যাই (৩বার)

মুসলিম বলে আমাদের কোন সিমানাতো বাধা নাই,(২বার)

আই আরদে পা,,কে, তেরি,হরমাক্তেকার মেরি,,হাম, আব,তাক তেরে,রাগোমে,, হে,খোবহারামা,তাওহিদকী আমানত,হে ছিনোমে হামারে,,আছাহি মিটানা,না মোনিসা মারা,

বহু ভাষা মুখে একি আসা বুকে, নিঃস্বাশে একি তাল,,,একিশে কাবার নুরের মশাল,
ছুটেছি পংপাল,,,ও,, হো,,,ও,হো, (২বার)

গোত্র বর্ণ করিবি চূর্ণ, গড়েছি মায়ার জাল,,স্রেতাঙ্গ কিস্রনাংগের দেহে একিসে রক্ত লাল, 
মহা শত্তের এ মহা আগুন,নিভালেই আরো জ্বলবে দ্বিগুন
ধর্মের চেয়ে দেশ বড় নয়, আমরা সে গান গাই (২বার)

মুসলিম বলে আমাদের কোন সিমানাতো বাধা নাই'২বার,

দেশ পরিচয় যদিও আমরা বাংলা দেশি সবাই,
মুসলিম বলে আমাদের কোন সিমানাতো বাধাতো নাই(২বার) 

                   _  সমাপ্তি _
August 14, 2018

এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে - gojol

এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোটে
 শুনেরে লা'ইলাহা ইল্লাল্লার জিকির উঠে (২বার)
ঈমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে (২বার)
 সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে,

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশের পথে ঘাঠে,,, এ দেশের বাজার হাটে,,,
এ দেশে,এ দেশে, এ দেশে, এ দেশের গজ্ঞে গ্রামে খোদার নামের তছবিহ হাতে,
কত পীর আওলিয়াদের অস্ত্রু ঝরে গভির রাতে (২বার)

 এ দেশের সন্তানেরা মক্তবে যায়, কোরআন বুকে (২বার)

সে দেশে আল কোরআনের শাষন কায়েম করতে হবে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)

এ দেশের পরিবেশে,,,আজানের ধ্বনি মেশে,,,এ দেশে, এ দেশে,এ দেশে,
এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শুনে,কত প্রান ধুলায় পড়ে সেজদা করে খোদার শানে (২বার)

এ দেশে জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে
সে জমিন চাই চির দিন
 মুক্ত স্বাধিন আজাদ হবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে,
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (২বার)
 এ দেশের জল্সস্থলে,,,এ দেশের বন ফসলে,,এ দেশে এ দেশে, 
এদেশের সবুজ মাটি সবুজ ঘাসের সবুজ বনে,,মদিনার সবুজ মিনার ঝলসে উঠে দুই নয়নে (২বার)

এ দেশের শিকড় তলয় দিল্লিতে বা ওয়াসিংটনে
এ দেশের শিকড় গামি ছড়িয়ে আছে দূর আরবে (২বার)

 এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে (৩বার)

Sunday, June 10, 2018

June 10, 2018

(গজল)আজ আমি কাল তুমি - Aaj Ami Kal Tumi

(গজল)আজ আমি কাল তুমি, এই ভাবেই চলে যাবো

islampriyosblogspot.com

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখুন

আজ আমি কাল তুমি, এই ভাবেই চলে যাবো, আমরা সবাই....
 উপারের নরে কিছু, জমা কি রেখেছি কভু, দূনিয়ার মোহে মোরা, সব ভুলে যাই(২বার)

যে বিধা তার দয়া, এ-ধরার আলো মোরা দেখেছি...
সেই বিধা তার পেয়ে হৃদয়ের আকুলেকি মেখেছি(২বার)

কেউ কি কভূ...ভেবেছি তবু,একদিন যেতে হবে.... মূল ঠিকানায়,

আজ আমি কাল তুমি, এভাবেই চলে যাবো, আমরা সবাই...
 উপারের নরে কিছু.. জমা কি রেখেছি কভূ, দূনিয়ার মোহে মোরা, সব ভুলে যাই(২বার)

ভাঙ্গা গড়ার এই ভূবনে, সৃষ্টির সেরা মোরা হয়েছি....
সেই সেরা হয়ে তবু,কতটুকু দায়ভার নিয়েছি...(২বার)

পর পারে...হিসাব হবে.. পাই পাই করে সব..নিবে ঐ সাব,

আজ আমি কাল তুমি, এভাবেই চলে যাবো, আমরা সবাই...
উপারের নরে কিছু, জমা কি রেখেছি কভূ, দূনিয়ার মোহে মোরা, সব ভূলে যাই(২বার)

 "সমাপ্তি"

 Downaloda

Wednesday, May 30, 2018

May 30, 2018

( গজল )শ্রমিকের গান By মুহিব খান - Sromiker Gan

( গজল )শ্রমিকের গান By মুহিব খান - Sromiker Gan


( গজল )শ্রমিকের গান By মুহিব খান - Sromiker Gan



ওহো,♪♪,,,,,আমরা শ্রমিক' আমরা ঘাম বেচে খাই, আমরা জীবন করি পানি,(২বার)

জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি,(৪বার) 

  পাথর মাড়াই মেশিন চালাই লোহার সাথে লড়ি,হাতুর মেরে শাবল গেড়ে ভাঙ্গি আবার গড়ি,(2বার)

কোদাল ধরি কুড়াল মারি ইটের ভাটায় জ্বলি, রিকসা চালাই সেলাই করি ঘাম গরমে গলি,(2বার)

আমরা কঠিন' করি কাজ রাত কি'বা দিন,যেন এক যন্ত ধাতক প্রানী..(2বার)

জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি,(৪বার) 

আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা.. 
 হাড় ভাঙ্গা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কে'বা (2বার)

আমরা কত আঘাত ক্ষত মুখ বুঝে শোয়ে,
সভ্যতারই অগ্নি চিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে, (2বার)   

আমরা পাষান চিরকাল বন্চিত প্রান,
পাই লান্চনা আর গ্লানি...(2বার)

জীবন যখন থমকে দাড়ায় আমরা তখন টানি (৪বার),

আমরা তো নই সবার মতই অন্য মানুষ বলে,
 তাই জীবনের দূঃখকে যাই শক্ত পায়ে দলে (2বার)

আমরা মোদের চাই অধিকার ঘাম সুখাবার  আগে 
আর আমাদের ভাগ করোনা সার্থবাদের ভাগে...(2বার)

আমরা এ'বার- জেগেছি বিক্ষোবে আর,
কতকাল থাকবো অভিমানী....(2বার)


ভিডিও গজল দেখুন





ভিডিও গজল ডাওনলোড করুন।




May 30, 2018

(গজল)আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগি - Amar Jibon Amar Moron

(গজল)আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগি

(গজল)আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগি



আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগি (২বার)  
ইয়া এলাহি কবুল কর,
আমার বন্দেগী....   আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগী২বার,,
ইয়া এলাহি... ইয়া এলাহি কবুল কর,
আমার বন্দেগী... আমার জিবন,আমার মরন, আমার জিন্দেগী (২বার)

আমিও প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দূর্বল...
নিরাশ্রয় দূর্বল,  তুমি শুধু পার দিতে, শক্তি 
ও সম্বল... শক্তি ও সম্বল, (২বার)


তাই দয়াময় করো আমায় দ্বীনের অনুরাগি....
আমার জিবন, আমার মরন,আমার জিন্দেগি(২বার) 
ইয়া এলাহি কবুল কর, আমার বন্দেগী... আমার জিবন, আমার মরন আমার জিন্দেগি,

তুমি কারো হাত কভূ ফিরাও না, যে যখন হাত তুলেছে..
তুমি তাকে ও ভুলোনা কভূ,যে তোমাকে ভুলেছে,যে তোমাকে ভুলেছে(২বার)

তাই দয়াময় দাওগো বক্ষে,দ্বীনের অনুভুতি.....আমার জিবন, আমার মরন আমার জিন্দেগি ২বার,, 
ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগী.... আমার জিবন, আমার মরন,আমার জিন্দেগি,

তুমি ছাড়া আমার জিবন, সর্বদা অচল....সর্বদা অচল,  
তোমার মদদ থাকলে পাশ্বে, আমিজে শবল...আমিজে শবল,

আমায় প্রভূ করো তোমার,আমায় প্রভূ করো তোমায় রহমতের ভাগি....
আমার জিবন, আমার মরন,আমার জিন্দেগি, (২বার)

ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগী আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগি (২বার)
ইয়া এলাহি...ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগী,
আমার জিবন, আমার মরন, আমার জিন্দেগী (২বার)

সমাপ্ত-


 Download


---ধন্যবাদ সবাইকে---